সুদানে দ্রুত যুদ্ধবিরতির জন্য চীনের আহ্বান
2024-11-19 19:32:52

নভেম্বর ১৯: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি ফু ছং গতকাল (সোমবার) জানিয়েছেন, সুদানে যুদ্ধবিরতি ঘোষণা করে বেসামরিক লোকদের রক্ষা করা ও উত্তেজনা কমানোর জন্য সমর্থন জানায় চীন।

তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি সভায় বলেন, সুদানে ১৯ মাস ধরে চলা যুদ্ধে বেসামরিক লোকেরা ব্যাপকভাবে হতাহত হয়েছে। মানবিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়।

তিনি আরও বলেন, সুদান সংকট সমাধানে সব পক্ষকে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আগের চুক্তি অনুযায়ী বেসামরিক লোকদের সুরক্ষা নিশ্চিত করাসহ নানা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

ফু ছং জোর দিয়ে বলেন, নিরাপত্তা পরিষদ যাই করুক না কেন, সুদানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। পাশাপাশি, সুদান সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে হবে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)