নভেম্বর ১৯: সম্প্রতি চীনা মানবাধিকার গবেষণালয়ের সম্পাদিত "চীনের মানবাধিকার উন্নয়ন-বিষয়ক প্রতিবেদন (২০২৪)" প্রকাশিত হয়েছে।
এটি ২০১১ সাল থেকে চায়না সোসাইটি ফর হিউম্যান রাইটস স্টাডিজের প্রকাশিত ১৪তম মানবাধিকার প্রতিবেদন। এই প্রতিবেদনের সংকলনটি নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সঙ্গে সি চিন পিংয়ের চিন্তাধারার নির্দেশিকা মেনে চলে এবং ব্যাপক গবেষণার মাধ্যমে সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বাস্তবায়ন করে, বিস্তারিত তথ্য এবং প্রাণবন্ত কেসের মাধ্যমে ২০২৩ সালে চীনের মানবাধিকার উন্নয়নের সর্বশেষ অগ্রগতি সম্পূর্ণরূপে প্রদর্শন করে।
প্রতিবেদনটিতে মোট ২৫টি সাধারণ প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন, কেস স্টাডি রিপোর্ট এবং পরিশিষ্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণ প্রতিবেদনটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় পরিস্থিতির সমন্বয় সাধন করে ২০২৩ সালে চীনের মানবাধিকারের সার্বিক উন্নয়নের সামগ্রিক পরিস্থিতির পরিচয় করে দিয়েছে।
(জিনিয়া/তৌহিদ/ফেই)