চীনা ও পাকিস্তানি সেনাবাহিনী ‘ওয়ারিয়র-৮’ যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া করবে
2024-11-19 18:12:58

নভেম্বর ১৯: নভেম্বর মাসের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত চীনের গণ-মুক্তিফৌজের সেনাবাহিনীর ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড পাকিস্তানে ‘ওয়ারিয়র-৮’ নামে একটি যৌথ সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করবে। দু’দেশের বার্ষিক পরিকল্পনা এবং সামরিক বাহিনীর ঐকমত্য অনুযায়ী এ মহড়া আয়োজন করা হবে।

এই যৌথ মহড়ায় দুই পক্ষ বহুস্তরীয় ও বহুপেশাদার মিশ্র যৌথ প্রশিক্ষণের পরিকল্পনা করেছে এবং প্রকৃত যুদ্ধ পরিস্থিতির অনুকরণে জোট পরিকল্পনা ও প্রকৃত সামরিক মহড়ার আয়োজন করবে। চীন ও পাকিস্তানি সামরিক বাহিনী অষ্টমবারের মতো মহড়া আয়োজন করছে। মহড়ার মূল লক্ষ্য হল দুই সামরিক বাহিনীর মধ্যে ব্যবহারিক আদান-প্রদান ও সহযোগিতা আরও ঘনিষ্ঠ করা এবং তাদের যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানের ক্ষমতা যাচাই ও উন্নত করা।

(জিনিয়া/তৌহিদ/ফেই)