নভেম্বর ১৯: সোমবার সকালে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সভায় চীনের জাতিসংঘে নিযুক্ত স্থায়ী উপ-প্রতিনিধি ফু ছং জানান, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা, মানবিক সহায়তা বাড়ানো, একতরফাভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ করা এবং দুই-রাষ্ট্র সমাধানের প্রক্রিয়া পুনরুজ্জীবিত করা জরুরি।
তিনি জানান, ফিলিস্তিন সমস্যায় নিরাপত্তা পরিষদ নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক সমাজের প্রত্যাশা পূরণ করতে পারেনি, যা মানুষকে হতাশ করেছে।
ফু ছং বলেন, "নিরাপত্তা পরিষদের এই অক্ষমতার পেছনে একটি স্থায়ী সদস্য দেশের ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্র বারবার ভেটো ব্যবহার করেছে এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো বাধ্যতামূলক নয় বলে দাবি করেছে। যদি যুক্তরাষ্ট্র এভাবে কাজ না করত, তাহলে নিরাপত্তা পরিষদ এত দুর্বল হতো না। যুক্তরাষ্ট্রের ক্রমাগত অস্ত্র সরবরাহের কারণে এই যুদ্ধ এত দীর্ঘস্থায়ী হয়েছে এবং এত ক্ষতি করেছে।"
তিনি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত গুরুতর। সব সদস্য দেশকে একসঙ্গে নিরাপত্তা পরিষদের কার্যকর ভূমিকা পালনে সহায়তা করার আহ্বান জানিয়েছেন চীন।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)