জি২০ শীর্ষসম্মেলন অনুষ্ঠিত: চীনের আশাবাদী দৃষ্টিভঙ্গি
2024-11-19 18:15:37

নভেম্বর ১৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে বলেছেন, জি২০ দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে এবং আন্তর্জাতিক সহযোগিতার নেতৃত্ব দিয়েছে। সমান পরামর্শ এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে এই সহযোগিতা গড়ে উঠেছে।

চীন রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জি২০ শীর্ষসম্মেলনকে একটি নতুন সূচনাকাল হিসেবে দেখছে। চীন জি২০-এর অন্যান্য সদস্যদের সাথে মিলে কাজ করতে আগ্রহী, যাতে সত্যিকারের বহুপাক্ষিকতা প্রতিষ্ঠা করা যায়, একটি সমান ও সুশৃঙ্খল বহুমুখী বিশ্ব গড়ে তোলা যায় এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়ন এগিয়ে নেওয়া যায়।

(জিনিয়া/তৌহিদ/ফেই)