চীন-সামোয়া সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক অব্যাহত উন্নত করতে চায় চীন: মুখপাত্র
2024-11-18 20:03:53


নভেম্বর ১৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে জানান, সামোয়ার সঙ্গে সম্মিলিতভাবে চীন-সামোয়া সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক উন্নত করতে চায় চীন। 


সামোয়ার প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমি মাতাফা ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চীন সফর করবেন। এ বিষয়ে চীনা মুখপাত্র জানান, নয়া চীনের সঙ্গে সবার আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকারী প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশগুলোর একটি সামোয়া। দু’দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার জনভিত্তি রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার অর্ধ শতাব্দী ধরে, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে দু’দেশের সম্পর্ক সবসময় সুষ্ঠু ও স্থিতিশীলভাবে উন্নত হয়েছে। দু’দেশ সবসময় পরস্পরকে সমর্থন দানকারী ভালো বন্ধু, এবং অভিন্ন উন্নয়ন বাস্তবায়নের ভালো অংশীদার ছিল।


জনাব মুখপাত্র আরও জানান, আগামী বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে সামোয়ার সঙ্গে বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করে, সাংস্কৃতিক ও ব্যক্তিগত পর্যায়ের বিনিয়োগ ঘনিষ্ঠতর করে, দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক উন্নত করতে চায় চীন।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)