চীন এশিয়া-প্যাসিফিক দেশের সঙ্গে উন্নয়ন করতে চায়
2024-11-18 18:59:46

নভেম্বর ১৮: আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এপেকের ৩১তম অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলনে চীনের উত্থাপিত প্রস্তাবগুলো নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেছেন যে, সংস্কার ও উন্মুক্তকরণ চীন ও বিশ্বের জন্য অভিন্ন উন্নয়ন ও অগ্রগতির একটি ঐতিহাসিক প্রক্রিয়া। চীনের উন্নয়ন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং বিশ্বের উন্নয়নে আরও নতুন সুযোগ দেবে। চীন সব পক্ষকে স্বাগত জানায় চীনের উন্নয়নের দ্রুতগতির ট্রেনে চড়তে এবং বিশ্বের সব দেশের আধুনিকায়নের জন্য শান্তিপূর্ণ উন্নয়ন, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা এবং সাধারণ সমৃদ্ধি অর্জনে একসাথে কাজ করার জন্য।

মুখপাত্র লিন চিয়ান বলেন, চীন ২০২৬ সালে তৃতীয়বারের মতো এপেক সম্মেলন আয়োজন করবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)