নভেম্বর ১৮: অর্থনীতির বিশ্বায়ন একটি ঐতিহাসিক প্রবণতা। এর মধ্যে চীন সার্বিকভাবে সংস্কার সম্প্রসারণ করবে এবং বিশ্বের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করবে। আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এসব কথা বলেছেন।
তিনি বলেন, এবারের এপেকে শীর্ষসম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বর্তমান বিশ্বে একতরফাবাদ ও সংরক্ষণবাদ দেখা যাচ্ছে। আমাদের উচিত সঠিকভাবে অর্থনীতির বিশ্বায়নে দিকনির্দেশনা দেওয়া, উদ্ভাবনের মাধ্যমে উন্নয়ন করা এবং বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী প্রবৃদ্ধি জোরদার করা। বিশ্ব অর্থনীতি পরিচালনা ব্যবস্থার সংস্কার এগিয়ে নেওয়া।
এমতাবস্থায়, চীন সার্বিকভাবে সংস্কার সম্প্রসারণ করবে, অব্যাহতভাবে বিশ্ব অর্থনীতিতে চালিকাশক্তি যোগাবে, উচ্চ মানের উন্নয়ন বেগবান করবে, সবুজ উন্নয়নের পথে এগিয়ে যাবে, বিশ্বের সবুজ রূপান্তরে অবদান রাখবে এবং বিশ্বের সঙ্গে চীনের উন্নয়নের সুযোগ ভাগাভাগি করবে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)