চীন ও কানাডার উচিত একযোগে দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক বিতর্ক নিয়ন্ত্রণ করা: চীনের বাণিজ্যমন্ত্রী
2024-11-18 20:01:17


নভেম্বর ১৮: ১৬ নভেম্বর চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও পেরুর লিমায় কানাডার রপ্তানি উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ম্যারি এনজি’র সঙ্গে সাক্ষাত করেছেন। দু’পক্ষ দু’দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্কসহ নানা খাত নিয়ে আন্তরিক মতবিনিময় করেছে। 


ওয়াং ওয়েন থাও জানান, টানা অনেক বছর ধরে চীন হচ্ছে কানাডার দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক অংশীদার। আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সবসময় দু’দেশের সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। দু’পক্ষের উচিত একযোগে দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক মতভেদ নিয়ন্ত্রণ ও সমাধান করা। যা দু’দেশ ও দু’দেশের জনকল্যাণের সঙ্গে সঙ্গতিপূর্ণ।


চীনা মুখপাত্র বলেছেন, কানাডায় চীনের বৈদ্যুতিক গাড়ি, ইস্পাত ও অ্যালুমিনিয়াম-সহ নানা পণ্যের জন্য বৈষম্যমূলক সীমাবদ্ধ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চীনা শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদেশি বিনিয়োগ যাচাই আরও কঠোর করা হয়েছে। যা দু’দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্কের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কানাডার উচিত বাস্তব পদক্ষেপ নিয়ে দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করা। 


তিনি আরও জানান, কানাডা ফের ঘোষণা করেছে যে, বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থায় সমর্থন দেবে এবং মুক্ত বাণিজ্য নীতি ও বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা দৃঢ়ভাবে রক্ষা করবে। একে চীন স্বাগত জানায়। চীন আশা করে, কানাডা নানা পক্ষের সঙ্গে সম্মিলিতভাবে একতরফাবাদ ও সংরক্ষণবাদের বিরোধিতা করবে।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)