নভেম্বর ১৮: ১৫তম চীন আন্তর্জাতিক বিমান চলাচল এবং মহাকাশ প্রদর্শনী গতকাল (রোববার) কুয়াংতোং প্রদেশের জুহাই শহরে শেষ হয়েছে। এবারের প্রদর্শনীতে ২৮.৫৬ বিলিয়ন ইউয়ানের সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয় এবং ১ হাজার ১৯৫টি বিভিন্ন মডেলের বিমান লেনদেন করা হয়েছে।
সংগঠন কমিটির পরিসংখ্যান অনুসারে, ছ’দিনব্যাপী প্রদর্শনীতে ৪৭টি দেশ ও অঞ্চলের ১ হাজার ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। ২৬১টি বিমান প্রদর্শনীতে অংশ নেয় এবং ২৪৭টি ফোরাম, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও ব্যবসা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫.৯ লাখ মানুষ মেলা পরিদর্শন করেছে।
উল্লেখ্য, ১৬তম চীন আন্তর্জাতিক বিমান চলাচল এবং মহাকাশ প্রদর্শনী ২০২৬ সালের ১০ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জুহাই-এ অনুষ্ঠিত হবে। (প্রেমা/হাশিম/ছাই)