নভেম্বর ১৮: ২০২৪ সালের চীন-যুক্তরাষ্ট্র রাজনৈতিক দলগুলোর সংলাপ চীনের শেনচেনে অনুষ্ঠিত হয়েছে। উভয়পক্ষ ‘সহযোগিতা এবং চ্যালেঞ্জ: নতুন পরিস্থিতিতে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে এগিয়ে যাওয়ার পথ’ থিম কেন্দ্র করে আন্তরিক, গভীর এবং গঠনমূলক আদান-প্রদান করেছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের মন্ত্রী লিউ চিয়ান ছাও সংলাপে অংশ নেন এবং মূল বক্তব্য প্রদান করেন। চীনা মন্ত্রণালয় এবং কমিশন, স্থানীয় সরকার, বিশ্ববিদ্যালয়, থিঙ্ক ট্যাঙ্ক এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় দলের কৌশলগত ও ব্যবসায়িক বৃত্তের প্রতিনিধি সহ ৫০ জনেরও বেশি প্রতিনিধি তাতে অংশগ্রহণ করেন।
উভয়পক্ষই বিশ্বাস করে, স্থিতিশীল, স্বাস্থ্যকর এবং টেকসই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক দু’দেশের সাধারণ স্বার্থ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ প্রত্যাশাও। চীন ও যুক্তরাষ্ট্রের উচিত যোগাযোগ বজায় রাখা, সঠিকভাবে মতপার্থক্য নিরসন করা, পারস্পরিক উপকারী সহযোগিতা গভীর করা, জনগণের মধ্যে বিনিময় ও সাংস্কৃতিক সহযোগিতা প্রচার করা এবং বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য দুটি প্রধান দেশের দায়িত্ব গ্রহণ করা। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বহু-মাত্রিক এবং বহু-স্তরীয়, দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক অনিশ্চয়তার সম্মুখীন, কিন্তু একই সঙ্গে এটি শক্তিশালী এবং স্থিতিস্থাপক। উভয়পক্ষ রাজনৈতিক সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে।
(রুবি/হাশিম/সুবর্ণা)