ইউক্রেন সংকটের বিষয়ে বস্তুনিষ্ঠ ও ন্যায্য অবস্থান বজায় রেখেছে চীন
2024-11-18 18:27:42

নভেম্বর ১৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেন সংকট ইস্যুতে চীন সর্বদা বস্তুনিষ্ঠ ও ন্যায্য অবস্থান বজায় রেখেছে এবং সক্রিয়ভাবে শান্তি আলোচনা এগিয়ে নিচ্ছে। এ বিষয়ে কিছু দেশে দ্বৈত মানদণ্ড গ্রহণ করেছে এবং ইউক্রেন সংকটে আগুনে ঘি ঢালছে। তবে, চীনের অবস্থান তার বিপরীত। 

মুখপাত্র বলেন, সামরিক পণ্য রপ্তানির ক্ষেত্রে চীন সর্বদা বিচক্ষণ ও দায়িত্বশীল মনোভাব অবলম্বন করে। চীন আশা করে, প্রাসঙ্গিক দেশ ও ব্যক্তিবর্গ বাস্তব প্রমাণ ছাড়া চীনের বিরুদ্ধে জল্পনা-কল্পনা ও অপবাদ দেবে না।

(জিনিয়া/তৌহিদ/ফেই)