চীন-ব্রাজিল আর্থ-বাণিজ্যিক সম্পর্কের সুষ্ঠু উন্নতি হচ্ছে
2024-11-17 19:45:35


নভেম্বর ১৭: চলতি বছর চীন ও ব্রাজিলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। অর্ধ শতাব্দী ধরে দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় অনেক সুফল অর্জিত হয়েছে। দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। 


দু’পক্ষ পরস্পরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। জাতিসংঘের তথ্যে দেখা যায়, টানা ১৫ বছর ধরে চীন হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও রপ্তানিকারক দেশ। চীনের শুল্ক বিভাগের পরিসংখ্যান অনুসারে, দীর্ঘদিন ধরে ব্রাজিল হচ্ছে লাতিন আমেরিকা অঞ্চলে চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।


এ বছরের প্রথম ১০ মাসে, চীন থেকে ব্রাজিলে আমদানি-রপ্তানি হয়েছে ১.১৪ ট্রিলিয়ন ইউয়ান। যা গত বছরের একই সময়ের চেয়ে ৯.৯ শতাংশ বেড়েছে এবং সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বজায় রয়েছে। 


এ ছাড়া, দু’পক্ষের পারস্পরিক কল্যাণকর সহযোগিতাও অব্যাহতভাবে জোরদার হচ্ছে। দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বেগবান হওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশি ব্রাজিলের বৈশিষ্ট্যময় পণ্য চীনের বাজারে প্রবেশ করছে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)