নভেম্বর ১৭: ১৫তম চায়না এয়ার শো আজ (রোববার) শেষ হয়েছে। দর্শনার্থীর সংখ্যা প্রায় ৬ লাখ এবং বিভিন্ন চুক্তির পরিমাণ ২৮০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে।
এবারের চায়না এয়ার শোয়ের সবচেয়ে আকর্ষণীয় ‘মুহূর্ত’ হলো সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রদর্শিত চীনা শক্তি। ‘চায়না হার্ট’ দিয়ে সজ্জিত জে-৩৫এ এবং দেশীয়ভাবে উত্পাদিত ইঞ্জিনে সজ্জিত এয়ার ফোর্স জে-৩৫এ এয়ার শোতে একটি চমকপ্রদ উপস্থিতি দেখিয়েছে। এ ছাড়া চীনের নতুন প্রজন্মের সারফেস-টু-এয়ার মিসাইল ওয়েপন সিস্টেম হংছি-১৯ চায়না এয়ার শোতে আত্মপ্রকাশ করেছে এবং বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে।
(জিনিয়া/তৌহিদ/ফেই)