প্রেসিডেন্ট সি’র সফরে ব্রাজিল-চীন সহযোগিতায় নতুন সুযোগের প্রত্যাশা করছে ব্রাজিলের বিভিন্ন মহল
2024-11-17 19:46:52


নভেম্বর ১৭: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার আমন্ত্রণে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত  রিও ডি জেনিরোয় জি২০ নেতাদের ১৯তম শীর্ষসম্মেলনে যোগ দেবেন এবং ব্রাজিল সফর করবেন। এ উপলক্ষ্যে ব্রাজিলের বিভিন্ন মহলের মানুষ জানান, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এ সফর দু’দেশের নানা খাতের সহযোগিতা আরও এগিয়ে নেবে। 


ব্রাজিলের উইন্ড এনার্জি এসোসিয়েশনের নির্বাহী চেয়ারম্যান গানুম জানান, ব্রাজিল ও চীন উভয় টেকসই উন্নয়নের পথে অবিচল থাকে, যা অনেক গুরুত্বপূর্ণ।


ব্রাজিলের ব্যবসায়ী নেতা সংস্থার কর্মকর্তা হোসে রিকার্ডো বলেছেন, বর্তমানে ব্রাজিলের উদ্যোক্তা চীনা প্রযুক্তি সম্পর্কে ভালো জানে। আমি মনে করি, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এবারের সফর দু’দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। 


ব্রাজিলের মহাকাশ খাতের জনৈক বিশেষজ্ঞ জানান, গেল ৩০ বছরেও বেশি সময়ে, ব্রাজিল ও চীন ‘চীন-ব্রাজিল আর্থ রিসোর্স স্যাটেলাইট’ খাতের সহযোগিতায় অনেক সুফল অর্জন করেছে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এবারের সফর দু’দেশের  মহাকাশ খাতের সহযোগিতায় আরও বেশি সুযোগ দেবে বলে আশা করেন তিনি। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)