নভেম্বর ১৭: সম্প্রতি এক অভিনন্দনবার্তায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সাগর-বিষয়ক প্রযুক্তির উদ্ভাবন ও আন্তর্জাতিক সাগর সহযোগিতা সম্প্রসারণের খাতে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়েছেন।
‘স্বপ্ন’ নামের নৌযানটি চীনের গবেষণায় তৈরি প্রথম সমুদ্রে খননের জাহাজ। এটি বুধবার দেশের কুয়াংচৌয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং এজন্য অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।
বার্তায় তিনি জানান, ‘স্বপ্ন’ নামের এ সমুদ্রে খনন-যানের আনুষ্ঠানিক কাজে যোগদান হচ্ছে সাগর খাতে শক্তিশালী দেশ এবং প্রযুক্তি খাতে শক্তিশালী দেশ নির্মাণের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। উদ্ভাবন, একতা, সমন্বয় ও সমস্যা মোকাবিলার চেতনার আলোকে চীনা বিজ্ঞানীরা অনেক বিশ্বমানের প্রযুক্তিগত সমস্যা সমাধান করেছে। যাতে নতুন যুগে চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ব্যক্তিদের আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
তিনি জোর দিয়ে জানান, আশা করা যায় সংশ্লিষ্টরা সুষ্ঠুভাবে এ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করবে, সাগরের প্রযুক্তিগত উদ্ভাবন জোরদার করবে, আন্তর্জাতিক সাগর খাতে সহযোগিতা সম্প্রসারণ করবে, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন ও মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা এগিয়ে নিতে আরও বড় অবদান রাখবে।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)