নভেম্বর ১৬: পেরু সময় শুক্রবার বিকালে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং লিমায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকের অবকাশে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের সঙ্গে সাক্ষাত করেছেন।
১০ বছর আগে নিউজিল্যান্ড সফরের কথা উল্লেখ করে সি চিন পিং বলেন, সে সময় দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছিল। ১০ বছরে দু’দেশের সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীলভাবে উন্নত হয়েছে। এতে দু’দেশের জনকল্যাণ হয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে, দু’দেশের অর্থনীতি একে অপরের জন্য কল্যাণকর হয়েছে। দুপক্ষের মধ্য মৌলিক বিষয়ে সংঘাত নেই। দু’পক্ষের উচিত পরস্পরকে সুযোগ ও অংশীদার হিসেবে বিবেচনা করা এবং চ্যালেঞ্জ ও হুমকি মনে না করা। পাশাপাশি, শান্তভাবে বিতর্ক নিয়ন্ত্রণও করা উচিত দু’পক্ষের। নিউজিল্যান্ডের সঙ্গে একযোগে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়া এবং অভিন্ন উন্নয়নের দু’দেশের নতুন সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় চীন।
সি চিন পিং জোর দিয়ে বলেন, দু’পক্ষের নানা অঞ্চল, যুব, গণমাধ্যম, বিশেষজ্ঞ-সহ নানা খাতের নানা ধরনের বিনিময় জোরদারে চীন সমর্থন করে। যাতে করে দু’দেশের জনগণের বন্ধুত্বের ভিত্তি আরও মজবুত হয়। নিউজিল্যান্ডকে চীন ইতোমধ্যে ভিসামুক্ত সুবিধা দিয়েছে। দেশটির আরও মানুষকে চীনে চাকরি বা পর্যটনে স্বাগত জানায় চীন।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)