স্থিতিশীল সম্পর্ক গড়তে জাপানের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন: সি চিনপিং
2024-11-16 15:48:31

নভেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন, নতুন যুগের প্রয়োজনীয়তা পূরণ করে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে জাপানের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত।

শুক্রবার ৩১তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকে সি এ মন্তব্য করেন।

চীনের প্রেসিডেন্ট ইশিবার প্রশংসা করে বলেন, ইশিবা দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, তিনি চীন ও জাপানের পারস্পরিক সুবিধার কৌশলগত সম্পর্ককে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যাবেন।

সি বলেছেন, তিনি চীন-জাপান সম্পর্ককে যৌথভাবে সঠিক পথে এগিয়ে নিতে এবং স্থির ও দীর্ঘমেয়াদি অগ্রগতির জন্য জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সমন্বয় জোরদার করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, বিশ্ব ও আঞ্চলিক পরিস্থিতিতে অশান্তি ও পরিবর্তনের আবহ দেখা যাচ্ছে। এ অবস্থায় চীন-জাপান সম্পর্ক উন্নয়নের একটি সন্ধিক্ষণে রয়েছে। তিনি বলেন, চীন ও জাপান এশিয়া ও বিশ্বের ঘনিষ্ঠ প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ দেশ। দুই দেশের সম্পর্ক দ্বিপক্ষীয় মাত্রার বাইরেও তাৎপর্য বহন করে বলে মনে করেন তিনি।

সি চিনপিং বলেন, চীন ও জাপানের মধ্যে চারটি রাজনৈতিক নথিতে বর্ণিত নির্দেশনা অনুযায়ী জাপানের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

 

ফয়সল/শুভ

 

তথ্য ও ছবি: সিজিটিএন