ফিলিপাইনকে রেন’আই চিয়াওতে যুদ্ধজাহাজে সরবরাহের অনুমতি দিয়েছে চীন
2024-11-15 19:34:37

নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অনুমতি নিয়ে ফিলিপাইন বৃহস্পতিবার রেন’আই চিয়াওতে অবৈধভাবে রাখা স্থল যুদ্ধজাহাজে সরবরাহ পরিবহনের জন্য একটি বেসামরিক জাহাজ পাঠিয়েছে। শুক্রবার চীনের কোস্ট গার্ড (সিসিজি) এ তথ্য জানিয়েছে।

সিসিজি এক বিবৃতিতে বলেছে, এটি ফিলিপাইনের জাহাজটিকে ট্র্যাক করেছে এবং আইন অনুসারে রেন’আই চিয়াওসহ নানশা ছুনতাও এবং এর সংলগ্ন জলসীমায় অধিকার সুরক্ষা ও আইন প্রয়োগকারী কার্যক্রম চালিয়ে যাবে।

বিবৃতিতে বলা হয়, চীন আশা করে ফিলিপাইন তাদের দেওয়া প্রতিশ্রুতিকে সম্মান করবে, চীনের সঙ্গে কাজ করবে এবং যৌথভাবে সামুদ্রিক পরিস্থিতি পরিচালনা করবে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন