নভেম্বর ১৫: শ্রীলঙ্কায় গতকাল (বৃহস্পতিবার) ২২৫ সদস্য বিশিষ্ট পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এবারের নির্বাচনে মোট ৮ হাজার জনেরও বেশি প্রার্থী অংশ নিয়েছেন। ১৭ মিলিয়নেরও বেশি নিবন্ধিত ভোটার রয়েছে দেশটিতে। দেশ জুড়ে ১৩ হাজারেরও বেশি ভোটকেন্দ্র স্থাপন করা হয়। অংশগ্রহণকারী প্রধান রাজনৈতিক জোট ও পার্টির মধ্যে রয়েছে প্রেসিডেন্ট দিশানায়েকের নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ার-এনপিপি, আগের সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী পপুলার ফ্রন্ট, প্রধান বিরোধী দল উইনাইটেড ন্যাশনাল পাওয়ার পার্টি ও সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে সমর্থিত নিউ ডেমোক্রেটিক ফ্রন্ট।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)