২০২৪ সালের বিশ্ব চীনা ভাষা সম্মেলনে সি চিন পিংয়ের অভিনন্দনপত্র
2024-11-15 21:11:25

১৫ নভেম্বর: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২৪ সালের বিশ্ব চীনা ভাষা সম্মেলনে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছেন এবং কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার ২০তম বার্ষিকীতে অভিনন্দন জানান।

আজ শুক্রবার পাঠানো অভিনন্দনপত্রে সি চিন পিং উল্লেখ করেছেন যে, ভাষা মানুষের ধারণা বিনিময়ের একটি হাতিয়ার, সভ্যতার উত্তরাধিকারের বাহক এবং বোঝাপড়া বাড়ানোর সেতু। চীনা ভাষা চীনা জাতির হাজার হাজার বছরের সভ্যতাগত জ্ঞান বহন করে এবং এটি গুরুত্বপূর্ণ। মাতৃভাষা দেশ হিসেবে চীনা শিক্ষার উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা করা এবং সেবা করা চীনের দায়িত্ব।

সি চিন পিং জোর দিয়ে বলেছেন যে, আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষাকে ব্যাপকভাবে স্বাগত জানানো হয়, উন্মুক্ততা এবং অন্তর্ভুক্তির আকর্ষণ প্রদর্শন করে, পারস্পরিক শিক্ষার মূল্য প্রদর্শন করে, জয়-জয় সহযোগিতার চেতনাকে মূর্ত করে এবং চীনা ও বিদেশী জনগণের যৌথ প্রচেষ্টাকে মূর্ত করে। আশা করা যায় যে বিশ্ব চীনা ভাষা সম্মেলন অখণ্ডতা ও উদ্ভাবনকে মেনে চলবে, সংযোগ ও সংহতি জোরদার করবে, সব পক্ষের মধ্যে ঐকমত্য গড়ে তুলবে, ভাষা আন্তঃকার্যযোগ্যতা, বোঝাপড়া ও পারস্পরিক বিশ্বাসের সেতুবন্ধন তৈরি করতে সচেষ্ট হবে, সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষার সেতুবন্ধন তৈরি করবে, এবং মানবজাতির অভিন্ন কল্যাণের কমিউনিটি গড়ে তুলতে নতুন ও বৃহত্তর অবদান রাখবে।

চীনের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ২০২৪ সালের বিশ্ব চীনা ভাষা সম্মেলনটি একই দিনে ‘সংযোগ, একীকরণ, উত্তরাধিকার এবং উদ্ভাবন’ থিম নিয়ে অনুষ্ঠিত হয়। ২ হাজারেরও বেশি সরকারী কর্মকর্তা, অধ্যক্ষ, বিশেষজ্ঞ, পণ্ডিত, শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি এবং ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের চীনের রাষ্ট্রদূতরা বৈঠকে যোগ দিয়েছেন।

(স্বর্ণা/হাশিম/লিলি)