নভেম্বর ১৫: যুক্তরাষ্ট্রে তাইওয়ান অঞ্চলের নেতাদের তথাকথিত ‘ট্রানজিট’ ইস্যুটির জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন আজ শুক্রবার বেইজিংয়ে এ নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন সর্বদা যুক্তরাষ্ট্রের এই ধরনের ‘ট্রানজিট’ ব্যবস্থার দৃঢ় বিরোধিতা করে আসছে। যুক্তরাষ্ট্রকে লাই ছিংদ্যকে ‘ট্রানজিট’-এর অনুমতি না দেওয়ার তাগিদ দিয়েছে চীন।
লিন চিয়েন বলেন, ‘এক-চীন নীতি হল আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ ঐকমত্য। তাইওয়ান কর্তৃপক্ষের তথাকথিত ‘কূটনৈতিক দেশগুলো’র মাধ্যমে রাজনৈতিক কারসাজি এবং ‘স্বাধীনতার’ জন্য উসকানি দেওয়ার আচরণ নিরর্থক। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এক-চীন নীতি মেনে চলার দৃঢ় পরিস্থিতির নড়চড় করতে পারে না এবং চীনের অবশ্যই একীকরণের ঐতিহাসিক প্রবণতা বাধাগ্রস্ত করতে পারে না। আমরা যুক্তরাষ্ট্রকে এক-চীন নীতি এবং তিনটি চীন-মার্কিন যৌথ ইস্তাহার মেনে চলা, লাই ছিংদেকে ‘ট্রানজিটে’র অনুমতি না দেওয়া, ‘স্বাধীন তাইওয়ান দাবিদারদের’ কোনো ভুল সংকেত না পাঠানো এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক রক্ষা করা ও তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার তাগিদ দেই।
(লিলি/হাশিম/তুহিনা)