চীনের সাতটি গ্রামকে সেরা পর্যটন গ্রামের সম্মান দিয়েছে ইউএন টুরিজম
2024-11-15 19:38:08

নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএন ট্যুরিজম) এই বছরের বাছাইয়ে চীনের সাতটি গ্রামকে "সেরা পর্যটন গ্রাম" হিসাবে সম্মানিত করেছে। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় শুক্রবার এ খবর জানিয়েছে।

কলম্বিয়ার কার্টেজেনাতে অনুষ্ঠিত জাতিসংঘের পর্যটন সভায় নতুনভাবে সাতটি গ্রামের নাম ‘সেরা পর্যটন গ্রামের’ তালিকায় যুক্ত করা হয়েছে। এনিয়ে চীনের ১৫টি গ্রাম এ তালিকায় অন্তর্ভুক্ত হলো যা বিশ্বে সবচেয়ে বেশি। নতুন যুক্ত সাতটি গ্রাম হলো, ইয়ুননান প্রদেশের আচ্যখ্য, ফুচিয়ান প্রদেশের কুয়ানইয়াং, হুনানের শিপাতোং, সিছুয়ানের থাওফিং, আনহুই প্রদেশের সিয়াওকাং, চ্যচিয়াং প্রদেশের সিথোও এবং শানতোং প্রদেশের ইয়ানতুনচিয়াও।

গ্রামীণ পর্যটনকে উন্নীত করার জন্য, ইউএন ট্যুরিজম ২০২১ সালে সেরা পর্যটন গ্রাম প্রকল্প চালু করেছে যা সারা বিশ্বে গ্রামীণ অঞ্চলের সংরক্ষণ, প্রাকৃতিক দৃশ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, স্থানীয় মূল্যবোধ এবং রন্ধনসম্পর্কীয় ঐতিহ্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করছে।

শান্তা/ফয়সল