পেরুতে ছানকেই বন্দরের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে সি চিন পিং
2024-11-15 11:10:14

নভেম্বর ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) লিমায়, পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের সঙ্গে যৌথভাবে ভিডিও লিঙ্কের মাধ্যমে, ছানকেই বন্দরের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বন্দরটি ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় দু’দেশের একটি গুরুত্বপূর্ণ যৌথ প্রকল্প এবং দক্ষিণ আমেরিকার প্রথম বুদ্ধিমান বন্দর। নির্মাণকাজ সম্পন্ন হলে এটি এতদঞ্চলের নতুন সংযোগস্থল হিসেবে কাজ করবে। 

বন্দরের প্রথম পর্যায়ের কাজ শেষ হলে, পেরু থেকে চীন পর্যন্ত নৌ-পরিবহনের সময় উল্লেখযোগ্য হারে কমবে। বন্দরের কারণে বছরে পেরুর আয় হবে ৪৫০ কোটি মার্কিন ডলার এবং এখানে ৮ সহস্রাধিক কর্মসংস্থান সৃষ্টি হবে। (প্রেমা/আলিম/ছাই)