চীনা উপ-প্রধানমন্ত্রী ও ব্রিটেনের এইচএসবিসি গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
2024-11-15 17:29:36

নভেম্বর ১৫: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনা উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ের তিয়াও ইয়ু থাই রাষ্ট্রীয় অতিথিভবনে ব্রিটেনের এইচএসবিসি গ্রুপের চেয়ারম্যান মার্ক টাকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

হ্য লি ফেং বলেন, চীন সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা বাস্তবায়ন করছে, আর্থিক ব্যবস্থা সংস্কার গভীরতর করছে, আর্থিক খাতে উন্মুক্তকরণ সম্প্রসারণ করছে, স্বচ্ছ, স্থিতিশীল ও অনুমানযোগ্য প্রাতিষ্ঠানিক পরিবেশ তৈরি করছে, এবং চীনে ব্যবসা করা বিদেশি কোম্পানির জন্য আরও বেশি সুবিধা প্রদান করবে। চীন এইচএসবিসিসহ আরও বেশি বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের চীনে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে স্বাগত জানায়।

টাকার বলেন, এইচএসবিসি চীনের অর্থনীতি ও আর্থিক বাজারের উন্নয়নে খুব আশাবাদী। তাঁর প্রতিষ্ঠান চীনে বিনিয়োগ অব্যাহতভাবে সম্প্রসারণ করবে, ব্রিটেন ও চীনের কল্যাণমূলক সহযোগিতার জন্য আরও বেশি বাস্তব ও ফলপ্রসূ অবদান রাখবে বলেও জানান টাকার।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)