মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে মারাত্মক পরিণতির হুঁশিয়ারি ইরাকের
2024-11-15 16:10:17

নভেম্বর ১৫: ইরাকি সরকারের মুখপাত্র আল-আওয়াদি গতকাল (বৃহস্পতিবার) বলেছেন যে, মধ্যপ্রাচ্য এখনও সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে এবং যদি এ যুদ্ধ শুরু হয় তহলে এর মারাত্মক পরিণতি হবে।

ইরাকি সংবাদ সংস্থা আল-আওয়াদির উদ্ধৃতি দিয়ে জানায়, মধ্যপ্রাচ্যের সাথে পশ্চিমের ঘনিষ্ঠ বাণিজ্যিক বিনিময়, বিনিয়োগ সম্পর্ক এবং জ্বালানি সহযোগিতা রয়েছে এবং পুরো বিশ্বের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত রয়েছে। যদি এখানে একটি পূর্ণ-মাত্রায় যুদ্ধ শুরু হয়, এটি জ্বালানি ও শরণার্থী সঙ্কট সৃষ্টি করতে পারে এবং এর নেতিবাচক প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরে তথা বিশ্বে ছড়িয়ে পড়বে।

আওয়াদি বলেন, যুদ্ধ যখন প্রসারিত হতে থাকে, তখন উন্নয়ন অসম্ভব হয়ে পড়ে। ইরাক সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম অবলম্বন করা এবং সক্রিয়ভাবে ফিলিস্তিন সমস্যার কার্যকর সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনি সমস্যার সমাধান একটি অস্থায়ী ব্যবস্থা হওয়া উচিত নয়, তবে সার্বিকভাবে, কার্যকরভাবে ও পুঙ্খানুপুঙ্খভাবে ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার নিশ্চিত করতে হবে।

(লিলি/হাশিম/তুহিনা)