নভেম্বর ১৫: চীন-ল্যাটিন আমেরিকা সহযোগিতা সম্পর্ক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় পরিষদের কর্মকর্তাদের মন্তব্য নিয়ে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন বলেন, চীন সবসময় পরস্পরকে সম্মান করা, সমতা পারস্পরিক সুবিধা, উন্মুক্ত ও সহনশীল এবং কল্যাণমূলক সহযোগিতা নীতি মেনে চলে, ল্যাটিন আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা করে, কোনো শর্ত সংযুক্ত করে না, তৃতীয় পক্ষকে লক্ষ্য করে না এবং অন্যান্য দেশের সঙ্গে প্রভাবশক্তি প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা পোষণ করে না। আজ (শুক্রবার) অনুষ্ঠিত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুখপাত্র বলেন, সার্বভৌম ও স্বাধীন দেশ হিসেবে ল্যাটিন আমেরিকান দেশগুলো নিজস্ব উন্নয়নের পথ ও অংশীদার বেছে নেওয়ার অধিকার ও দক্ষতা রয়েছে। চীন-ল্যাটিন আমেরিকা সহযোগিতা আঞ্চলিক দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাস্তব সুবিধা ও ফলাফল এনেছে, এ জন্য তাদের ব্যাপকভাবে গৃহীত হয়েছে ও স্বীকৃতি পেয়েছে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)