নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের শুরু থেকেই রেলপথ নির্মাণে অগ্রগতির ধারা অব্যাহত রেখেছে চীন। জানুয়ারি-অক্টোবর সময়কালে চীনের রেলওয়ে খাতের স্থায়ী-সম্পদে বিনিয়োগ হয়েছে ৬৩৫ দশমিক ১ বিলিয়ন ইউয়ান (প্রায় ৮৮ দশমিক ২ বিলিয়ন ডলার), যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৯ শতাংশ বেশি। বুধবার দেশটির রেলওয়ে অপারেটর এ তথ্য জানিয়েছে।
চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি জানিয়েছে, এখন পর্যন্ত, চীনের রেলওয়ে নেটওয়ার্কের মোট অপারেশন মাইলেজ এক লাখ ৬০ হাজার কিলোমিটার অতিক্রম করেছে, যার মধ্যে উচ্চগতির রেলপথ রয়েছে ৪৬ হাজার কিলোমিটার।
রেলপথ নির্মাণের সর্বশেষ অগ্রগতির মধ্যে রয়েছে পূর্ব চীনের আনহুই প্রদেশের সুয়ানছেং এবং চিসিকে সংযুক্তকারী একটি নতুন উচ্চগতির রেলপথ। চীনে নির্মাণাধীন একাধিক প্রকল্পও নির্দিষ্ট গতিতে এগিয়ে চলেছে।
বর্তমানে, এক হাজার ৩০০টিরও বেশি উচ্চগতির রেলওয়ে স্টেশনসহ চীনে ৩ হাজার ৩০০টিরও বেশি রেলওয়ে যাত্রী স্টেশন চালু রয়েছে। এগুলোয় বছরে প্রায় তিনশ কোটি যাত্রী পরিবহন করছে।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি