হ্যপেই পরিদর্শন করলেন চীনের প্রধানমন্ত্রী
2024-11-14 14:51:57

নভেম্বর ১৪: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং, গতকাল (বুধবার), হ্যপেই প্রদেশ পরিদর্শন করেন।

হ্যপেইয়ের সিয়োং আন নতুন এলাকায় গিয়ে তিনি বলেন, শিল্প ক্লাস্টার হলো শহর উন্নয়নের ভিত্তি। প্রতীকিমূলক ডিকনটমিনেশন প্রকল্পের বাস্তবায়নকাজ বেগবান করতে হবে, আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা-ক্ষমতাসম্পন্ন সেরা প্রতিষ্ঠানকে আকর্ষণ করতে হবে, ব্যাপকভাবে উত্কৃষ্ট মেধাশক্তির সমাবেশ ঘটাতে হবে, এবং উচ্চ ও নতুন শিল্পব্যবস্থা লালন করতে হবে। আর এসবের লক্ষ্য হবে, সিয়োং আন নতুন এলাকার উন্নয়নের জন্য নতুন চালিকাশক্তি যোগানো।

তিনি বলেন, সুষ্ঠু প্রাকৃতিক পরিবেশ অঞ্চলটির জন্য গুরুত্বপূর্ণ। সবুজ উন্নয়নে অবিচল থাকতে হবে, সামগ্রিক পরিবেশগত পুনরুদ্ধার কার্যক্রমকে শক্তিশালী করতে হবে, এবং প্রাকৃতিক পরিবেশগত সুবিধাকে অর্থনৈতিক সমাজ উন্নয়নের প্রাধান্যে রূপান্তর করতে হবে।

এ ছাড়া, তিনি প্রতিষ্ঠানগুলোর প্রাধান্য কাজে লাগিয়ে,  গবেষণা ও উন্নয়ন বরাদ্দ বাড়িয়ে, এবং গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় প্রযুক্তিগত সমস্যা সমাধান করে, অব্যাহতভাবে প্রতিদ্বন্দ্বিতা-ক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। (প্রেমা/আলিম/ছাই)