১. চীনের টেনিস কুইন চ্যং ছিনওয়েন
২. উদ্ভাবনী কাজের জন্য নারী ডিজাইনারদের সম্মাননা
৩. নারী উদ্যোক্তা নূরজাহানের গল্প
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।
আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর সাফল্য, সমস্যা, সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার পথ চলা নিয়ে।
আজকের অনুষ্ঠানে রয়েছে চীনের টেনিস কোর্টের বিখ্যাত ক্রীড়াবিদ চ্যং ছিনওয়েনের সাফল্যের গল্প, উদ্ভাবনী কাজের জন্য নারী ডিজাইনারদের সম্মাননা পাওয়ার বিষয়ে প্রতিবেদন , বাংলাদেশের জাতীয় যুবমেলায় ক্ষুদ্র নারী উদ্যোক্তা নূরজাহানের কথা।
চীনের টেনিস কুইন চ্যং ছিনওয়েন
প্যারিস অলিম্পিকে স্বর্ণ জয় করা চীনের টেনিস কুইন চ্যং ছিনওয়েন চমৎকার এক ক্যারিয়ারের উদাহরণ সৃষ্টি করেছেন। শুনবো তাকে নিয়ে একটি প্রতিবেদন।
তাকে ডাকা হয় কুইন ওয়েন নামে। কারণ ২২ বছর বয়সী এই তরুণী টেনিস কোর্টে সত্যিই রানীর মতো সফল। তিনি এ বছর ডবিলউ টি এ র ফাইনালে অংশ নিয়েছেন। যদিও অল্পের জন্য ফাইনালে পরাজিত হয়েছেন তিনি। তবে প্যারিস অলিম্পিকের সোনা রয়েছে তার ঝুলিতে।
তবে জয় পরাজয় নয়। চ্যং এর সবচেয়ে বড় অর্জন হলো চাপের মধ্যেও টিকে থাকা, ঘুরে দাঁড়ানো এবং কঠোর পরিশ্রম করে টিকে থাকা।
চ্যং নিজেই বলেন, কোর্টে যাই হোক না কেন আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাই। আপনি যদি ক্রমাগত চেষ্টা করে চলেন তাহলে একবার না একবার সুযোগ আসবেই। আমি শীর্ষে পৌছানোর চেষ্টা করি এবং সেখানে টিকে থাকার জন্য লড়াই চালাতে থাকি। চ্যং বলেন আমি পাহাড়ে চড়তে কখনও ভয় পাই না। তিনি পাহাড়ে চড়া বলতে এখানে শীর্ষস্থানে পৌছানোর কথা বলছেন।
ডব্লিউ টিএর ফাইনালে তার অভিষেকের পর এ কথা বলেন চ্যং। অস্টেুলয়ান ওপেন এ তিনি রানার্স আপ হয়েছেন। আরিয়ানা সাবালেংকার কাছে হেরেছেন। তবে এই পরাজয় থেকেই নতুন জয়ের জন্য অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন চ্যং। তিনি বলেন পরাজয় থেকে আমি শিক্ষাগ্রহণ করি। ভবিষ্যতের জন্য আশা করি। আমি জানি আমি আবার ফিরতে পারবো নিজেকে আরও উন্নত করে।
পালেরমো লেডিস ওপেনে তিনি তার শিরোপা পুনরুদ্ধার করেন। কারোলিনা মুচোভাকে হারিয়ে শিরোপা জিতে নেন। এর কারণ হলো চ্যং কখনও হতাশ হন না।
তিনি প্যারিস অলিম্পিকে নিজের দেশের জন্য স্বর্ণজয় করে শিখর স্পর্শ করেছেন। তবে এখানেই শেষ হয়। বরং শুরু। চ্যং এর বয়স এখন মাত্র ২২ বছর। তার সামনে জয় করার জন্য পুরো জগত পড়ে আছে।
তিনি শুধু নিজের জয় অর্জন নয়, অন্যদের জন্যও প্রেরণা সৃষ্টি করেন।
টেনিস কুইন চ্যং জীবন যুদ্ধে জয়ী হতে চান এবং সেজন্য সবসময় লড়াই চালিয়ে যেতে চান।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ
উদ্ভাবনী কাজের জন্য নারী ডিজাইনারদের সম্মাননা
সম্প্রতি চীনের সিয়ান শহরে অষ্টম সিল্ক রোড নারীদের উদ্ভাবনী ডিজাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন দেশের নারীদের সৃজনশীল নকশী কাজ তুলে ধরা হয়। বিস্তারিত প্রতিবেদনে।
বিশ্বের বিভিন্ন দেশে নকশীকাজে নারীদের রয়েছে বিশেষ আগ্রহ এবং দক্ষতা। বিভিন্ন দেশের নারীদের এসব হাতের কাজ ও লোকজ ঐতিহ্যবাহী কারুশিল্প এমব্রয়ডারি আবহমান কাল থেকে স্থানীয়ভাবে খ্যাতি পেয়েছে। সিল্ক রোড বা রেশম পথ এলাকার নারীদের নকশী কাজের পারদর্শিতা নিয়ে এক প্রতিযোগিতায় বিষয়টি আরও ভালোভাবে উপলব্ধি করা যায়।
সম্প্রতি অষ্টম সিল্ক রোড নারীদের উদ্ভাবনী ডিজাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উত্তর-পশ্চিম চীনের সিয়ান শহরে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিভাবান নারী ডিজাইনারদের ব্যতিক্রমী সিল্ক রোড-থিমযুক্ত কাজের জন্য সম্মাননা দেয়া হয়।
প্রতিযোগিতায় চীন, অস্ট্রেলিয়া, রাশিয়া এবং ফ্রান্সসহ বিভিন্ন দেশ থেকে আসা ১ হাজার ৯৭৬ জন ডিজাইনার অংশ গ্রহণ করেন। মোট ৮৩৯টি সৃজনশীল নকশার কাজ এই প্রতিযোগিতায় জমা হয়। পুরস্কার দেয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে। এর মধ্যে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের হস্তশিল্প, সাংস্কৃতিক সৃজনশীলতা, সবুজ জীবন এবং শিল্প পণ্যসহ চারটি বিভাগে চমৎকার সংগঠন পুরস্কারসহ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিযোগিতাটি সিল্ক রোডের দেশ এবং সারা বিশ্বের নারী ডিজাইনারদের সৃজনশীলতা তুলে ধরেছে। আয়োজকরা মনে করেন, এই ইভেন্ট ডিজাইন শিল্পকে উত্সাহিত করে এবং চীন ও অন্যান্য দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করে।
প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
সম্পাদনা: শান্তা মারিয়া
নারী উদ্যোক্তা নূরজাহানের গল্প
সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয় জাতীয় যুবমেলা ২০২৪। মেলায় সারাদেশ থেকে ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নেন। তাদের মধ্যে অনেক নারী উদ্যোক্তাও ছিলেন। বিস্তারিত শুনবো প্রতিবেদনে।
প্যাকেজ: ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হয় সাতদিন ব্যাপী জাতীয় যুবমেলা ২০২৪। যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এবারের যুব মেলায় সারাদেশ থেকে আগত ১১২জন উদ্যোক্তা ১১২টি স্টলে তাদের পণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রি করেন। এদের মধ্যে অনেক নারী উদ্যোক্তা তাদের পণ্য সামগ্রী নিয়ে আসেন।
এমনি একজন নারী উদ্যোক্তা নূর জাহান বেগম। তিনি সিলেট থেকে মনিপুরী তাঁতে তৈরি পণ্য সামগ্রী নিয়ে এসেছিলেন। তার পণ্য সামগ্রীর মধ্যে ছিল মণিপুরী তাঁতে তৈরি সালোয়ার কামিজ, ফতুয়া, শাড়ি, চাদর, ওড়নাসহ নানা রকম কাপড়। তিনি সুতির কাপড়ের বিভিন্ন আকারের ব্যাগ বিক্রি করেন। সুতি ছাপা কাপড়ের এবং তাঁতে বোনা কাপড়ে তৈরি ব্যাগ ক্রেতারা বেশ পছন্দ করেছেন বলে সিএমজি বাংলাকে জানান নূরজাহান বেগম। তিনি জানান গত ৩০ বছর ধরে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
নূরজাহান আরও জানান তিনি নিজেই ডিজাইন করেন। নিজস্ব ডিজাইন অনুযায়ী তিনি কারুশিল্পীদের দিয়ে তাঁতে পোশাক বুনিয়ে নেন। নূরজাহানের ছোট একটি নিজস্ব কারখানাও রয়েছে।
নূরজাহানের মতো আরও অনেক নারী উদ্যোক্তা এই মেলায় নিজস্ব বুটিক শপের বা কারখানার পণ্য নিয়ে এসেছিলেন। আচার, পাপড়, নাড়ু, পিঠাসহ বিভিন্ন সামগ্রী এনেছেন তারা। আরও এনেছেন বেডকভার, শাড়ি, ব্যাগ, পর্দা, পাটের তৈরি সামগ্রী, অলংকার, খেলনা, শিশুদের নানারকম পোশাক ও ব্যবহার্য সামগ্রী।
মেলা ঘুরে দেখা যায় নারীদের তৈরি দেশজ পণ্যের প্রতি বেশ আগ্রহ দেখিয়েছেন ক্রেতারা।
মেলায় বিভিন্ন স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য, খাদ্য সামগ্রী ও আদিবাসীদের তৈরি পোশাক ও অন্যান্য হস্তশিল্পজাত সামগ্রীর প্রতি ক্রেতারা বেশ আগ্রহ দেখিয়েছেন বলে সিএমজি বাংলাকে জানান কয়েকজন উদ্যোক্তা।
জাতীয় যুব মেলা ২০২৪ এর উদ্বোধন করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মেলায় নারীদের তৈরি পিঠা, নাড়ু, মোয়া, পাপড় ইত্যাদি ঐতিহ্যবাহী খাদ্য সামগ্রীও ক্রেতারা আগ্রহের সঙ্গে কেনেন।
মেলায় আলাদাভাবে খাবারের স্টলও দিয়েছিলেন অনেক নারী উদ্যোক্তা।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ
আকাশ ছুঁতে চাই অনুষ্ঠান শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। আগামি অনুষ্ঠানে শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। ভালো থাকুন সুস্থ থাকুন চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ