নভেম্বর ১৪: গত মঙ্গলবার নিউইয়র্কে, চীন-মার্কিন আদান-প্রদান ও সহযোগিতা জোরদারের আহ্বান জানান, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, বাণিজ্যিক ও শিল্প মহলের প্রতিনিধিরা। আমেরিকায় চায়না ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা এ আহ্বান জানান।
নিউনিয়র্কে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ছেন লি অনুষ্ঠানে বলেন, চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের অংশীদার; প্রতিপক্ষ নয়। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে হবে। চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্ক দু’দেশের জন্যই কল্যাণকর। এটা কোনো জিরো-সাম গেম নয়।
মার্কিন সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ও কিসিঞ্জার সোসাইটির সাবেক উপপ্রধান রবার্ট হোমটস বলেন, শিক্ষা, পর্যটন ও সংস্কৃতিতে বিনিময় ও আদানপ্রদান জোরদার করা উচিত, যাতে দু’পক্ষের পারস্পরিক আস্থা পুনর্গঠন করা যায়। জলবায়ু পরিবর্তন, চিকিত্সা, শিক্ষা, বাণিজ্য ও পুঁজি বিনিয়োগে দু’পক্ষের সহযোগিতা বিশ্বকে আরও সুন্দর করে গড়ে তুলতে সহায়তা করবে।
জর্জ বুশ মার্কিন-চীন তহবিলের নির্বাহী কর্মকর্তা ডেভিড ফলস্টেইন বলেন, জলবায়ু পরিবর্তন ও ক্যান্সার প্রতিরোধে দু’দেশের সহযোগিতা অতি গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা দু’দেশের স্বার্থের সাথেও সঙ্গতিপূর্ণ। (সুবর্ণা/আলিম/রুবি)