নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছর চীনে বন্দুক ও বিস্ফোরক সম্পর্কিত অপরাধ ২০২৩ সালের চেয়ে ২৫ দশমিক ৮ শতাংশ কমেছে। চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২৩ সালের চেয়ে চলতি বছর এ সংক্রান্ত মামলাও কমেছে একই হারে।
মন্ত্রণালয় জানায়, গত বছর শুরু হওয়া আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে সমন্বিত বিশেষ অভিযান শুরুর পরই এ ধরনের অপরাধ কমতে শুরু করে। আগামী বছরজুড়েও চলবে বিশেষ এ অভিযান।
এ উদ্যোগের আওতায় অবৈধ অস্ত্র উৎপাদন, ব্যবসা এবং পাচার রোধে চীনের একাধিক সরকারি বিভাগ এবং স্থানীয় সংস্থাগুলো কাজ করছে।
মন্ত্রণালয় উল্লেখ করেছে, অপরাধ দমনে সরকারের দৃঢ় প্রচেষ্টার কারণেই বিশ্বে এখন বন্দুক ও বিস্ফোরক সম্পর্কিত ঘটনা সবচেয়ে কম ঘটছে চীনে।
ফয়সল/শান্তা