চীনের ইভি বিক্রিতে বিশ্ব রেকর্ড অক্টোবরে
2024-11-14 20:22:23

নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: অক্টোবরে চীনের বৈদ্যুতিক গাড়ি বা ইভি বিক্রি সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। আগের বছরের একই সময়ের চেয়ে বিক্রি বেড়েছে ৫৪ শতাংশ। বুধবার এক যুক্তরাজ্য-ভিত্তিক গবেষণা সংস্থা রো মোশনের তথ্যে এ খবর জানা গেছে।

রো মোশনের মতে, অক্টোবরে চীনের বাজারেই বিক্রি হয়েছে ১২ লাখ বৈদ্যুতিক গাড়ি, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫৪ শতাংশ বেশি। বিশ্বব্যাপী মাসে বিক্রি হয়েছে ১৭ লাখেরও বেশি ইভি। এটিও আগের বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিসিটিভি