নভেম্বর ১৪: অব্যাহত সশস্ত্র সংঘাতের প্রভাবে গত অক্টোবর পর্যন্ত সুদানে মানবিক সহায়তা প্রয়োজন, এমন মানুষের সংখ্যা বেড়ে ২৮.৯ মিলিয়নে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৬.৯ মিলিয়ন মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। সুদান মানবিক সহায়তা মিশন গতকাল (বুধবার) অনুষ্ঠিত সুদান মানবিক প্রতিক্রিয়া ও জরুরি অবস্থা বিষয়ক সম্মেলনে এ কথা বলেছে।
সুদান মানবিক সহায়তা মিশনের একজন কর্মকর্তা বলেন, সশস্ত্র সংঘর্ষ শুরু হওয়ার আগে সুদানে ১৫.৮ মিলিয়ন মানুষের মানবিক সহায়তার প্রয়োজন ছিল। সশস্ত্র সংঘর্ষ শুরু হওয়ার পর এই সংখ্যা অনেক বেড়েছে। এখন সুদান মানবিক সহায়তার ক্ষেত্রে বিশাল ব্যবধানের মুখোমুখি, প্রায় ১৬.৩ মিলিয়ন মানুষ কোনো মানবিক সহায়তা পায়নি।
সুদান সার্বভৌম কাউন্সিলের সদস্য ইব্রাহিম আল জাবের সম্মেলনে বলেন, মানবিক সহায়তা সংস্থার জন্য সুদান সরকার এখন পর্যন্ত ৬টি বিমানবন্দর ও ৭টি স্থলবন্দর খোলার অনুমোদন দিয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সুদানের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
২০২৩ সালের ১৫ এপ্রিল সুদানি সশস্ত্র বাহিনী ও সুদান র্যাপিড সাপোর্ট ফোর্সের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে যুদ্ধ অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়েছে। এক বছরেরও বেশি সময়ের সংঘর্ষে সুদানে ২৪.৮ হাজার লোক নিহত হয়েছে, ১১.৬ মিলিয়নেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা গত অক্টোবরে সতর্ক দিয়ে বলেছেন, সুদানের সশস্ত্র সংঘর্ষে দেশের ৯৭ শতাংশ মানুষ ‘তীব্র ক্ষুধার’ সম্মুখীন হবে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)