নভেম্বর ১৪: চীন-ল্যাটিন আমেরিকা সাংস্কৃতিক বিনিময়ের ধারাবাহিক কার্যক্রম সম্প্রতি পেরু ও ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে। সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান সভ্যতার গভীর আদান-প্রদান এবং চীন ও ল্যাটিন আমেরিকান জনগণের ঘনিষ্ঠ সম্পর্ক ত্বরান্বিত করেছে।
৬ নভেম্বর চীন-ল্যাটিন আমেরিকান সভ্যতা সংলাপ পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত হয়েছে। চীন, পেরু, আজেন্টিনাসহ ১০টি ল্যাটিন আমেরিকান দেশের ১৫০ জনেরও বেশি সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ, পণ্ডিত ‘সভ্যতার উত্তরাধিকার ও আধুনিক উন্নয়ন’, এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আলোচনা করেছেন, যা চীন-ল্যাটিন আমেরিকা সভ্যতা আদান-প্রদান ও উন্নয়ন এবং আধুনিকায়নের জন্য বুদ্ধিবৃক্তিক সহায়তা দিয়েছে।
একই দিনে পেরুর ‘চীনা সময়’ ও ‘চীন অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী মাস’-এর উদ্বোধনী অনুষ্ঠান লিমায় আয়োজন করা হয়। এটা ল্যাটিন আমেরিকান দেশে প্রচারিত চতুর্থ ‘টিভি চাইনিজ থিয়েটার’। জনপ্রিয় চীনা টিভি নাটকও প্রচার করা হবে।
১১ নভেম্বর ‘সুন্দর চীন সুন্দর ব্রাজিল’ ছবি অ্যালবাম ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছে। এই ছবি অ্যালবাম ও প্রদর্শনীর প্রতিপাদ্য হল ‘পাহাড় ও সমুদ্র অতিক্রম করে, চীন ও ব্রাজিল হাতে হাত রেখে এগিয়ে যায়’, চীন ও ব্রাজিলের প্রাকৃতিক দৃশ্য, ইতিহাস ও সংস্কৃতি, বাণিজ্যিক বিনিময়, সাংস্কৃতিক যোগাযোগ ও সহযোগিতার ফলাফল ইত্যাদি বিষয় প্রদর্শন করা হয়।
১২ নভেম্বর ‘চীন ও ব্রাজিল তরুণ যোগাযোগ সম্মেলন’ ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের ২০০ জনেরও বেশি শিক্ষক ও ছাত্র এবং বিভিন্ন মহলের ব্যক্তিরা ব্রাজিল-চীন সাংস্কৃতিক যোগাযোগ নিয়ে উষ্ণ আলোচনা করেছেন।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)