নভেম্বর ১৩: গত ১১ নভেম্বর থেকে, ইরান ও রাশিয়ার ব্যাংক পেমেন্ট ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করা হয়েছে। ইরানের ইসলামিক রিপাবলিক সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
প্রাপ্ত তথ্যানুসারে, দু’দেশের ব্যাংক পেমেন্ট ব্যবস্থা সংযুক্তির গোটা প্রকল্প ধাপে ধাপে চালু হবে। প্রথম পর্যায়ে, ইরানি নাগরিকরা রাশিয়ায় ইরানের ব্যাংককার্ড ব্যবহার করে, এটিএম বুথ থেকে রুশ মুদ্রা রুবল উত্তোলন করতে পারবেন; দ্বিতীয় পর্যায়ে, ইরানে রুশ নাগরিকরা দেশী ব্যাংককার্ড ব্যবহার করে ইরানি ব্যাংকের এটিএম বুথ থেকে রিয়াল উত্তোলন করতে পারবেন; আর তৃতীয় পর্যায়ে, ইরানি নাগরিকরা দেশী ব্যাংককার্ড দিয়ে রুশ দোকান থেকে পণ্য কেনাকাটা করতে পারবেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং রুশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তখন দু’পক্ষ নিজেদের মধ্যে ব্যবসায় মার্কিন ডলার ব্যবহার না-করার ব্যাপারে একমত হন এবং নিজ নিজ মুদ্রায় দ্বিপক্ষীয় লেনদেন করার সিদ্ধান্ত নেন। (সুবর্ণা/আলিম/রুবি)