ওপেক ২০২৪-২০২৫ সালের জন্য ফের বিশ্বব্যাপী তেলের চাহিদার পূর্বাভাস কমিয়েছে
2024-11-13 15:40:29

নভেম্বর ১৩: তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা বা ওপেক গতকাল (মঙ্গলবার) তার মাসিক তেল বাজার প্রতিবেদন প্রকাশ করেছে এবং ২০২৪-২০২৫ সালে বিশ্বব্যাপী তেলের চাহিদার পূর্বাভাস ফের কমিয়েছে। এ নিয়ে চলতি বছরের আগস্ট মাসের পর টানা চতুর্থবারের মতো ওপেক এ বছর এবং পরবর্তী বছরের জন্য তার বৈশ্বিক তেলের চাহিদার পূর্বাভাস কমালো।

প্রতিবেদনটি দেখায় যে, ওপেক ২০২৪ সালে বিশ্বব্যাপী দৈনিক তেলের চাহিদার বৃদ্ধির পূর্বাভাস ১.৯৩ মিলিয়ন ব্যারেল থেকে কমিয়ে ১.৮২ মিলিয়ন ব্যারেল করেছে।

(লিলি/হাশিম/তুহিনা)