২০২৭ সালে চীন পরিবহন লজিস্টিক খরচ কমাতে, গুণমান এবং দক্ষতার উন্নতিতে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করবে
2024-11-13 15:25:36

নভেম্বর ১৩: চীনের পরিবহন মন্ত্রণালয় এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন সম্প্রতি ‘পরিবহন লজিস্টিক খরচ হ্রাস, গুণমানের উন্নতি এবং দক্ষতা কর্ম পরিকল্পনা’ জারি করেছে, যা স্পষ্ট করে যে, ২০২৭ সালের মধ্যে পরিবহন লজিস্টিকগুলোর খরচ কমানো, গুণমান এবং দক্ষতার উন্নতি করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে। গতকাল (মঙ্গলবার) পরিবহণ মন্ত্রণালয়ের সূত্র থেকে এ সব তথ্য পাওয়া গেছে।

পরিকল্পনায় জাতীয় ব্যাপক বহু-মাত্রিক পরিবহন নেটওয়ার্ক নির্মাণকে ত্বরান্বিত করা, পরিবহন খাতকে সুবিন্যাস্তভাবে এগিয়ে নেওয়া এবং সরবরাহ ও শিল্পের সমন্বিত বিকাশ করাসহ ১৮টি নির্দিষ্ট ব্যবস্থা উত্থাপন করা হয়।

(লিলি/হাশিম/তুহিনা)