পান্ডা থিমের ট্রেন
2024-11-13 20:14:47

নভেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহর জায়ান্ট পান্ডার জন্য বিখ্যাত। এখানে রয়েছে জায়ান্ট পান্ডা প্রজনন ও গবেষণা কেন্দ্র। রয়েছে বিশাল সংরক্ষিত বনাঞ্চল। ছেংতু পরিভ্রমণে আসা পর্যটকরা পান্ডা থিমের সুভ্যেনির কিনতে সবচেয়ে ভালোবাসেন।

এবার পর্যটকদের জন্য সিছুয়ান প্রদেশ নিয়ে এসেছে পান্ডা থিমের বিশেষ পর্যটন ট্রেন। ছেংতুর আনচিং রেলওয়ে স্টেশনে এই রোববার এই বিশেষ পর্যটন ট্রেন  যাত্রা শুরু করে। চায়না রেলওয়ে ছেংতু ব্যুরো গ্রুপ এই পান্ডা থিম ট্রেনের পরিচালনা করছে। এটি বুটিক ট্রেন। ট্রেনে যাত্রীদের পৃথক শয়নকক্ষ, ডাইনিং, ওয়াশরুম সবই উচ্চমানের হোটেলের মতো। ডাইনিংও দারুণ সুন্দর। ট্রেনের যাত্রী পরিষেবা অত্যন্ত উচুঁ মানসম্পন্ন। এই বুটিক ট্রেনের সব কিছুতেই রয়েছে পান্ডার ছবি ও প্রতীক।

শান্তা/শুভ