নভেম্বর ১৩: ‘গ্লোবাল সাউথ’ মিডিয়া থিংক ট্যাংক উচ্চ-পর্যায়ের ফোরাম গত সোমবার ও মঙ্গলবার ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত হয়েছে। ফোরামে ‘মানব সভ্যতার নতুন রূপের বৈশ্বিক তাত্পর্য’ থিংক ট্যাংক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন সৃষ্ট মানব সভ্যতার নতুন রূপের অনন্য অর্থ, মহান অনুশীলন ও বৈশ্বিক তাত্পর্য গভীরভাবে ব্যাখ্যা করা হয়।
এই প্রতিবেদন সিপিসি কেন্দ্রীয় কমিটির ইতিহাস ও সাহিত্য ইনস্টিটিউটের জাতীয় উচ্চ-পর্যায়ের থিংক ট্যাংক ও সিনহুয়া সংবাদ সংস্থার জাতীয় উচ্চ-পর্যায়ের থিংক ট্যাংক যৌথভাবে প্রণয়ন করেছে। প্রতিবেদনটির ৩টি অধ্যায় রয়েছে, এতে প্রাণবন্ত ও বিস্তারিত ডেটা ও উদাহরণ ব্যবহার করার মাধ্যমে ‘বিশ্বে কী ঘটেছে’, ‘আমাদের কী করা উচিত’ ও ‘মানবজাতি কোথায় যাবে’-এ সব প্রশ্নের উত্তর দেয়া হয়েছে।
এই প্রতিবেদন ‘চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন সৃষ্ট মানব সভ্যতার নতুন রূপ’ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে, মানব সভ্যতার নতুন অভিন্ন চ্যালেঞ্জ বিশ্লেষণ করে, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন কীভাবে মানব সভ্যতার নতুন রূপ সৃষ্টি করে তা ব্যাখ্যা করে, মানব সভ্যতার নতুন রূপ তৈরির জন্য চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের অবদান প্রতিফলন করে এবং ‘গ্লোবাল সাউথ’সহ বিশ্বের বিভিন্ন দেশের আধুনিকায়নের জন্য নজির স্থাপন করে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)