গাড়ির ধাক্কায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সি
2024-11-13 20:12:28

নভেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চুহাই শহরে সোমবার গাড়ির ধাক্কায় আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি এই ঘটনায় আইন অনুযায়ী অপরাধীর কঠোর শাস্তি দাবি করেছেন।

চুহাইয়ের একটি স্পোর্টস সেন্টারে সংঘটিত এই ঘটনায় ৩৫ জন নিহত এবং ৪৩ জন গুরুতর আহত হয়েছেন।

সি চিনপিং সব এলাকা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য এবং উৎসে ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ জোরদার করার আহ্বান জানান।

তিনি সময়মতো বিরোধ নিষ্পত্তি, চরম পর্যায়ে যাওয়ার আগেই বিরোধ নিরসন এবং জনগণের জীবন ও সামাজিক স্থিতিশীলতার সুরক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ঘটনা পরবর্তি পরিস্থিতি থাযথভাবে পরিচালনা করার, দ্রুত তদন্ত এবং আইন অনুযায়ী অপরাধীকে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি, সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সমন্বিত ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

সির নির্দেশের পর, চীনের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ঘটনার পরবর্তি অবস্থা তদারকি করার জন্য একটি দল পাঠিয়েছে।

শান্তা/মিম