নভেম্বর ১৩: জাপানের টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি গত ৭ নভেম্বর, ফুকুশিমার প্রথম পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের ইউনিট ২ থেকে সংগৃহীত পারমাণবিক জ্বালানির অবশিষ্টাংশ, জাপানের পরমাণু শক্তি গবেষণা ও উন্নয়ন সংস্থার ওরাই নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে পাঠায়।
এই নমুনা আগামী কয়েক মাস, এমনকি বছর ধরে বিশ্লেষণ করা হবে। রিপোর্ট অনুযায়ী, গবেষণাগারে নেওয়া জ্বালানির অবশিষ্টাংশের ওজন ০.৭ গ্রাম। পরিবহনকালে কন্টেইনারের বাইরে বিকিরণ মাত্রা আইনি মানদণ্ডের নিচে ছিল বলে জানা গেছে। (রুবি/আলিম/সুবর্ণা)