চীনা উপ-প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের ইনভেসকো গ্রুপের প্রেসিডেন্টের বৈঠক
2024-11-13 16:02:36

নভেম্বর ১৩: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনা উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ের মহাগণভবনে যুক্তরাষ্ট্রের ইনভেসকো গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও অ্যান্ড্রু শ্লোসবার্গের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে হ্য লি ফেং বলেন, চীন, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা বাস্তবায়ন করছে, অব্যাহতভাবে পুঁজিবাজারের সংস্কার গভীরতর করছে, স্থিতিশীলভাবে আর্থিক খাতের উন্মুক্তকরণ সম্প্রসারণ করছে, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য উচ্চমানের আর্থিক পরিষেবা প্রদানের জন্য চেষ্টা করছে। ইনভেসকোসহ বিভিন্ন দেশের কোম্পানির চীনে বিনিয়োগ ও সহযোগিতাকে স্বাগত জানায় বেইজিং।

শ্লোসবার্গ বলেন, ইনভেসকো গ্রুপ চীনের আর্থিক বাজারের উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে আশাবাদী। চীনের গভীরতর সার্বিক সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে চীনের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করা ইচ্ছা প্রকাশ করেন তিনি।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)