২০২৪ সাল রেকর্ড উষ্ণতম বছর হতে পারে:বিশ্ব আবহাওয়া সংস্থা
2024-11-13 16:03:38

নভেম্বর ১৩: বিশ্ব আবহাওয়া সংস্থা ‘জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো চুক্তি’র ২৯তম অধিবেশন (সিওপি-২৯) চলাকালে ‘জলবায়ু অবস্থা আপডেট ২০২৪’ প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ২০২৪ সাল রেকর্ড উষ্ণতম বছর হতে পারে।

এই রিপোর্ট ৬টি আন্তর্জাতিক ডেটা সেটের বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা হয়। এতে বলা হয়, এল নিনোর প্রভাবে ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা প্রাক-শিল্পের গড় তাপমাত্রার চেয়ে প্রায় ১.৫৪ ডিগ্রি সেলসিয়াল বেড়েছে, যা বছরটিকে রেকর্ড উষ্ণতম বছর করেছে।

রিপোর্টে বলা হয়, গ্রিণহাউস গ্যাসের মাত্রা ক্রমাগত বাড়তে থাকার কারণে বিগত এক দশকে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেয়েছে। হিমবাহ গলে যাওয়া ‌এবং সমুদ্রপৃষ্ঠ ও সমুদ্রের উষ্ণতা সব দ্রুত বাড়ছে, চরম আবহাওয়া বিশ্বজুড়ে সমাজ ও অর্থনীতির মারাত্মক ক্ষতি করছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাওলো বলেন, বৈশ্বিক তাপমাত্রার প্রতিটি বৃদ্ধি চরম আবহাওয়ার ঝুঁকি ও প্রভাব বাড়াবে, এ নিয়ে সচেতন হতে হবে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)