নভেম্বর ১২: চীনা উদ্যোগে নির্মিত অ্যাঙ্গোলার ডাঃ আন্তোনিও অগোস্টিনহো নেটো আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম যাত্রীবাহী ফ্লাইটটি ১০ তারিখে চালু হয়। এর মধ্য দিয়ে বিমানবন্দরের যাত্রী পরিবহন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
বিমানবন্দরটি রাজধানী থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত, এটি চায়না এভিয়েশন টেকনোলজি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোং লিমিটেড দ্বারা নির্মিত হয়েছে এবং ১৫ মিলিয়ন যাত্রী এবং ১৩০ হাজার টন মালবাহী থ্রুপুটের জন্য ডিজাইন করা হয়। এটি দক্ষিণ আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্র হয়ে উঠবে।
দেশটির যোগাযোগ মন্ত্রী বলেন, ‘নতুন বিমানবন্দর অ্যাঙ্গোলা এবং চীনের মধ্যে সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ ফলাফল। চীন, অ্যাঙ্গোলার একটি গুরুত্বপূর্ণ অংশীদার।”
(স্বর্ণা/হাশিম/লিলি)