জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথ প্রচেষ্টার আহ্বান চীনের
নভেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর যৌথ প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দিয়েছেন চীনের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত লিউ চেনমিন। এই সমস্যার সমাধানে প্যারিস চুক্তি বাস্তবায়নে অগ্রসর হওয়ার জন্য চীন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বিশ্বব্যাপী অন্যান্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা করার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
আজারবাইজানের বাঁকুতে জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের ২৯তম সম্মেলনে (কপ-২৯) অংশ নেওয়ার আগে সিনহুয়ার সঙ্গে সাক্ষাত্কারে এসব মন্তব্য করেন তিনি।
লিউ উন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানে নেতৃত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন যে এটি কেবল একটি নৈতিক বাধ্যবাধকতা নয় বরং প্যারিস চুক্তির একটি বাধ্যবাধকতা।
এর আগে ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলোকে জ্বালানি রূপান্তর করতে সহায়তা করার জন্য বার্ষিক ১০০ বিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে এই প্রতিশ্রুতি এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি।
লিউ বলেন, ‘যদিও বৈশ্বিক জ্বালানি রূপান্তরের জন্য প্রয়োজনীয় বিপুল সম্পদের তুলনায় এই অর্থায়ন নগণ্য, তবে এটি কার্যকর মূলত বৈশ্বিক সহযোগিতার একটি প্রমাণ হিসেবে কাজ করবে। এই আর্থিক সহায়তা আন্তর্জাতিক বাজার তহবিলকে গতিশীল করবে এবং বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
শুভ/ফয়সল