নভেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীন প্রথমবারের মতো পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস মিথেনের অবস্থা নিরীক্ষণের জন্য নিজেদের তৈরি একটি বাণিজ্যিক স্যাটেলাইট পাঠিয়েছে। সোমবার চীনের তৈরি সিকুয়াং-০০৪ স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানো হয়েছে লিচিয়ান-১ ওয়াই-৫ বাণিজ্যিক রকেটে করে। এর সঙ্গে আরও ১৪টি স্যাটেলাইটও পাঠানো হয়েছে। সবক’টি পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।
মিথেনের ঘনত্ব শনাক্তকারী এবং একটি বিশেষ ক্যামেরাসহ একাধিক পেলোড নিয়ে গেছে লিচিয়ান-১। স্যাটেলাইটটি কয়লা খনি, ভূমিতে আবর্জনার স্তূপ, এবং তেল ও গ্যাস ক্ষেত্রসহ মিথেন নির্গমনের নানা উৎস শনাক্ত করবে।
চীনা গবেষকরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়ন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের তুলনায় মিথেনের ভূমিকা ৮৪ গুণ বেশি।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি