নভেম্বর ১২: ফিলিপানের প্রতিরক্ষামন্ত্রীর কথিত ‘ফিলিপাইন চীনের আগ্রাসনের শিকার’ বক্তব্য নিয়ে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (মঙ্গলবার) নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ফিলিপাইন উস্কানি বন্ধ করলে সামুদ্রিক পরিস্থিতি শান্ত হবে।
তিনি বলেন, যতবার দু’দেশের সামুদ্রিক বিরোধ বেড়েছে, ততবারই ফিলিপাইন, চীনের অধিকার লঙ্ঘন করেছে ও উস্কানি দিয়েছে। ফিলিপাইন প্রথমে লঙ্ঘন করেছে, তাই চীনকে নিজের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। ফিলিপাইন উস্কানি না দিলে সামুদ্রিক পরিস্থিতির অবনতি হবে না বলেও মন্তব্য করেন লিন চিয়ান।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)