নভেম্বর ১২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আগামীকাল (বুধবার) থেকে ল্যাটিন আমেরিকায় সফর করবেন। চলতি বছর সি চিন পিং উত্থাপিত চীন-ল্যাটিন আমেরিকা অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার উদ্যোগের দশম বার্ষিকী। এ নিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, এই উদ্যোগ উত্থাপনের ১০ বছরে অনেক ফলাফল অর্জিত হয়েছে, উভয়পক্ষের জনগণ উপকৃত হয়েছে। আগামী ১০ বছরে চীন-ল্যাটিন আমেরিকা অভিন্ন কল্যাণের সমাজের উন্নয়ন আরও আশাব্যঞ্জক। আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুখপাত্র বলেন, চীন হল ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দু’পক্ষের সহযোগিতা বাণিজ্য, অর্থ, অবকাঠামো ইত্যাদি ঐতিহ্যগত ক্ষেত্র থেকে জ্বালানি, ডিজিটাল, মহাকাশ ইত্যাদি উদীয়মান ক্ষেত্রে প্রসারিত হচ্ছে। চীন ও ল্যাটিন আমেরিকা উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার করেছে, সহযোগিতার ফলাফল ভাগাভাগি করেছে। চীন ও ব্রাজিল যৌথভাবে ইউক্রেন সংকটকে রাজনৈতিক সমাধানের ‘৬টি ঐকমত্য’ প্রকাশ করেছে, আঞ্চলিক পরিস্থিতি প্রশমন করার জন্য ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর সঙ্গে ‘শান্তির বন্ধু’ গ্রুপ প্রতিষ্ঠা করেছে। দু’পক্ষ সত্যিকারের বহুপক্ষবাদে অবিচল থাকে, বৈশ্বিক পরিচালনা আরও ন্যায়সঙ্গত করার জন্য চেষ্টা করছে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)