নভেম্বর ১২: চীনের সাথে পাকিস্তানের সুসম্পর্ক নষ্টের সবধরনের অপচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। পাকিস্তানে চীনা নাগরিকদের ওপর সাম্প্রতিক হামলা প্রসঙ্গে, গতকাল (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, এ সব কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি চিয়ান।
তিনি বলেন, সন্ত্রাসবাদ গোটা মানবজাতির প্রকাশ্য শত্রু। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা আন্তর্জাতিক সমাজের অভিন্ন দায়িত্ব। চীন সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানকে সমর্থন দিয়ে যাবে এবং বিদেশে চীনা নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করবে।
মুখপাত্র আরও বলেন, চীন ও পাকিস্তান পরস্পরের সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। দু’দেশের লৌহকঠিন বন্ধুত্বে ফাঁটল ধরানো কোনো তৃতীয় পক্ষের জন্য অসম্ভব। চীন পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমর্থন অব্যাহত রাখবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারিত করবে। (রুবি/আলিম/সুবর্ণা)